ছবি: সংগৃহীত

গত ৬ মাস ধরে শিক্ষার্থী রাব্বির কিডনির প্রায় ৮৩ ভাগ অকেজো হয়ে পড়েছে। এরপর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন রাব্বির চিকিৎসায় অন্তত ৭ লাখ টাকার প্রয়োজন। যে খরচ বহন করা সম্ভব হয়ে উঠছে না শিক্ষার্থী ফজলে রাব্বির পরিবারের। তাই বন্ধুর চিকিৎসা খরচ তুলতে মানুষের দ্বারে দ্বারে সাহায্যের জন্য ছুটে যাচ্ছে রাব্বির বন্ধুরা।

গত ১০ দিন ধরে উপজেলার বিভিন্নস্থানে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ১ লাখ পাঁচ হাজার টাকা তুলেছেন তারা। যা রাব্বির চিকিৎসার জন্য পরিবারের কাছে পৌছে দেয়া হয়েছে। এখনো প্রয়োজন প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। সে টাকাই তুলতে মানুষের দ্বারে গিয়ে বন্ধুকে বাঁচাতে হাত পাতছেন অসুস্থ রাব্বির কয়েকজন বন্ধু। তারা অদম্য, তারা যেকোনোভাবে বাঁচাতে চায় সহপাঠী বন্ধুকে। তাদের আশা রাব্বি সুস্থ হয়ে ফিরবে তাদের বন্ধুত্বের আড্ডায়। চালিয়ে যাবে পড়ালেখা। স্বপ্ন পূরণ করবে পরিবারের।

ফজলে রাব্বির চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করা আরিফুর রহমান শাকিব নামের এক সহপাঠী বন্ধু বলেন, রাব্বি পড়ালেখায় অত্যন্ত মেধাবী। তার পরিবার তত স্বচ্ছল না। যার জন্য আমরা বন্ধুরা মিলে রাব্বির চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে নেমেছি। আমরা চাই সমাজের হৃদয়বানরা রাব্বির চিকিৎসা ব্যয়ে পাশে দাঁড়াবেন। প্রত্যাশা সবার সম্মিলিত সহায়তায় আমাদের বন্ধু রাব্বি সুস্থ হয়ে আমাদের মাঝে শিগগিরই ফিরে আসবে।