অনলাইন ডেস্ক : রাজধানীর ভাটারায় পাওনা টাকা চাইতে গিয়ে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছে স্কুলছাত্র জিহাদ। বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল ক্যাম্প পুলিশ এস আই মোঃ বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।

জিহাদের বাবার নাম আলমগীর হোসেন। বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়।

জানা গেছে, রাতে স্থানীয় রিদয় ও বিপ্লবের কাছে পাওনা আড়াই শত টাকা চাইতে গেলে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তারা জিহাদের পেটে ছুরি মারে। এতে সে গুরুতর আহত হয়