ভারী বৃষ্টিপাতের ফলে সুরমা নদীর উপচে পড়া পানি  ঢুকেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ছবি: ডেইলি বাংলাদেশ

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, আবাসিক ছাত্রী হল, রেজিস্ট্রার বিল্ডিং, প্রশাসনিক ভবনসমূহের আশেপাশে বিভিন্ন জায়গায় পানি প্রবেশ করেছে। ধীরে ধীরে পানি বেড়ে সন্ধ্যা নাগাদ হাঁটুপানিতে পরিণত হয়েছে। ফলে গাড়ি চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে চলাফেরা করতে সমস্যায় পড়তে হচ্ছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের।

জানা যায়, টানা বৃষ্টিপাতের ফলে বিভিন্ন আবাসিক এলাকায় পানি ঢুকে যাওয়ায় পানিবন্দি জীবন পার করছেন হাজারো মানুষ। ভারী বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলের কারণে গত ১৪ মে থেকে সিলেটে পানি বাড়তে শুরু করে। এতে অনেক ক্ষয়ক্ষতি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও গত কয়দিন যাবত টানা বৃষ্টিপাত শুরু হওয়ায় আবারও সিলেটে পানি বৃদ্ধি পাচ্ছে। বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পানি ঢুকেছে। এতে নিত্য নৈমিত্তিক প্রয়োজনে ক্যাম্পাসের ভেতর দিয়ে চলাফেরা করা শিক্ষার্থীরাসহ সংশ্লিষ্টদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ক্যাম্পাসে পানি ঢুকে যাওয়া শঙ্কা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম বলেন, বন্যার পানি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করায় খুবই শঙ্কিত। প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাহিরে যেতে হলে পানিতে ভিজতে হয়। এছাড়া টানা বৃষ্টিপাতের ফলে বাহিরে বের হতে মন চায় না। এভাবে পানি বাড়লে আমরা যারা হলে থাকি তাদেরকে নানা সমস্যায় পড়তে হবে।

বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত এ পরিস্থিতি নিয়ে উপাচার্য (ভারপ্রাপ্ত)  অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, ক্যাম্পাসে পানি ঢুকে যাওয়ায় আমরা সবাই শঙ্কিত। এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নি। যদি পানি এভাবে বাড়তে থাকে তাহলে আগামীকাল এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পানি বাড়ার ফলে আবাসিক হলের শিক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তাদেরকে হলের নিচতলা ছেড়ে উপরের তলায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আগামীকাল শাবিপ্রবিতে অনুষ্ঠিতব্য ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে কোষাধ্যক্ষ বলেন, আগামীকালের পরীক্ষায় মাত্র ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। যেহেতু সারাদেশে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেহেতু আমাদেরকে এ পরীক্ষা নিতে হবে। আমরা এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।

ঢাবির ভর্তি পরীক্ষার সিলেট কেন্দ্রের সমন্বয়ক অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ক্যাম্পাসে বন্যার পানি ঢুকে যাওয়ায় আগামীকাল ঢাবির ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শাবিপ্রবির একাডেমিক ভবন ‘ই’ তে নেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।