দর্পণ ডেস্ক : গুজরাটে বিজেপির পক্ষে প্রচারের সময় বাঙালিদের সম্পর্কে মন্তব্যের জন্য বলিউড অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পশ্চিমবঙ্গে সিপিআইয়ের রাজ্য সম্পাদক মো. সেলিম। শুক্রবার (২ ডিসেম্বর) এ অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগপত্রে সেলিম লিখেছেন, দাঙ্গা উসকে দিতে এবং সারাদেশে বাঙালি সম্প্রদায় ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বিনষ্ট করতে ও জনদুর্ভোগ সৃষ্টি করতে জনসম্মুখে এ ধরনের বক্তব্য দিয়েছেন পরেশ রাওয়াল। রাওয়ালের এই বক্তব্যে সমস্ত বাঙালির প্রতি কটূক্তি করা হয়েছে।
বাঙালিদের বিরুদ্ধে অন্যান্য সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ও অসন্তুষ্টি জাগিয়ে তুলবে এমন বক্তব্য। সেলিমের চিঠিতে আরো বলা হয়েছে, উসকানিমূলক পোস্টের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা মন্তব্যগুলো দেখে বোঝা যাচ্ছে যে ভিডিওটি বাঙালিদের সম্পর্কে কতটা বিরূপ মতামত তৈরি করছে। যেহেতু বিপুল সংখ্যক বাঙালি পশ্চিমবঙ্গের বাইরে বাস করে, রাওয়ালের বাজে মন্তব্যের কারণে তাদের লক্ষ্যবস্তু বানানোর আশঙ্কা রয়েছে।
অভিযোগপত্রটি জমা দিয়ে তালতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তাঁর চিঠিটি ‘এফআইআর’ হিসেবে বিবেচনা করার জন্য অনুরোধ করেছেন সেলিম।
মঙ্গলবার (২৯ নভেম্বর) গুজরাটে বিজেপির পক্ষে প্রচারের সময় রাওয়াল বলেছিলেন, ‘গ্যাস সিলিন্ডারের দাম কমবে। মানুষও কর্মসংস্থান পাবে। কিন্তু রোহিঙ্গা অভিবাসী এবং বাংলাদেশিরা যদি দিল্লির মতো আপনার আশপাশে থাকতে শুরু করে, তাহলে কী হবে? গ্যাস সিলিন্ডার দিয়ে কী করবেন? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?’
তার মন্তব্যের ভিডিওটি ব্যাপক ভাইরাল হওয়ার পরে অভিনেতা এ বিষয়ে ক্ষমা চেয়েছেন। তিনি টুইট করে বলেছেন, ‘অবশ্যই, গুজরাটিরা মাছ রান্না করে এবং মাছ খায়। তাই মাছ সমস্যা নয়। তবে স্পষ্ট করে বলতে চাই, আমি অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের বোঝাতে চেয়েছি। আমি যদি আপনাদের আঘাত করে থাকি, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া