দর্পণ ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সুযোগ পেয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। সাকিব আল হাসান ও লিটন দাস জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সে, আর ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের আসন্ন আসর শুরু হবে মার্চ মাসের মাঝামাঝিতে, চলবে ২৮ মে পর্যন্ত। এ সময় বাংলাদেশের আন্তর্জাতিক ব্যস্ততা থাকায় আইপিএলে সাকিবদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মার্চে আয়ারল্যান্ড ক্রিকেট দল আসবে বাংলাদেশে। টাইগারদের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে আইরিশরা। এরপর এপ্রিলের শেষ দিকে তিন ওয়ানডে ও চার টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল যাবে আয়ারল্যান্ডে।
সোমবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, জাতীয় দলের ব্যস্ততা থাকলে ছাড় পাবেন না ক্রিকেটাররা। পাপন বলেন, ‘যত বেশি ক্রিকেটার আইপিএলে যাবে আমরা তত খুশি। তবে বাংলাদেশের খেলা যখন থাকবে তখন কাউকেই ছাড়া হবে না। জাতীয় দলের খেলা থাকলে তারা কেউ খেলতে পারবে না। আমরা এরমধ্যে আইপিএল কৃর্তপক্ষকে জানিয়ে দিয়েছি। তারা জেনেই এসব ক্রিকেটারকে নিয়েছে। নাহলে আরো বেশি ক্রিকেটার দল পাওয়ার সম্ভাবনা ছিল।’ বিসিবি সভাপতি আরো বলেন, ‘এটা অবশ্যই আমাদের জন্য খুবই ভালো। আমরা কিন্তু সবাইকে সব খেলায় পাই না। কিছু ক্রিকেটার আছে খুবই চোটপ্রবণ। এদের নিয়ে আমাদের চিন্তা করা উচিত। খেলতে যে যাবে, তারপর? একে তো এখানে আমরা খেলাতে পারি না। পেসার যেমন অনেককে খেলাতে পারছি না। ভালো হবে, ভালো হয়ে ওখানে খেলবে। তারপর যদি চোটে পড়ে তাহলে তো জাতীয় দলে খেলতে পারবে না। যতগুলো ফ্র্যাঞ্চাইজি আছে সবগুলোতে যেতে হবে, এমন কোনো কথা নেই। আইপিএল অবশ্যই সেরা, এখানে যাওয়াতে আমার কোনো সমস্যা নেই। ’