ছবি: সংগৃহীত

এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ২৩ ওভারে চার উইকেটে ৬০ রান।

বল হাতে ইনিংসের দ্বিতীয় ওভারেই টাইগারদের উইকেট এনে দেন মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের ইনফর্ম ব্যাটসম্যান শাই হোপকে ০ রানে বোল্ড করে সাজঘরের পথ দেখান তিনি। এর মাধ্যমে অনন্য এক রেকর্ড গড়েছেন দ্য ফিজ।

এই উইকেটের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মুস্তাফিজ। শুরুতেই উইকেট শিকারের পর বাকী বোলাররাও উইন্ডিজ ব্যাটারদের চেপে ধরে। রান করতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে তাদের।

দ্বাদশ ওভারে আসে দ্বিতীয় সাফল্য। এবার আরেক ওপেনার কাইল মেয়ার্সকে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। তিনি করেন ১০ রান। বেকায়দায় থাকা স্বাগতিকদের শিবিরে ২১তম ওভারে জোড়া আঘাত হানেন শরিফুল ইসলাম।

এই ওভারে পরপর দুই বলে শরিফুল যথাক্রমে ৩৩ রান করা শামরাহ ব্রুকস ও ৮ রান করা ব্র্যান্ডন কিংকে ফেরান। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও অবশ্য এই স্বাদ পাননি টাইগার পেসার।