ড. এ কে আব্দুল মোমেন- ফাইল ছবি

মঙ্গলবার ঢাকায় জাপান দূতাবাসে শোক বইতে স্বাক্ষর করার পর এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর এবং ঢাকায় আবের সফরের কথা স্মরণ করে মোমেন বলেন, আমরা অত্যন্ত উষ্ণ সম্পর্ক গড়ে তুলেছি। যার মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে জাপানকে এগিয়ে আসতে সাহায্য করেছে।

আব্দুল মোমেন বলেন, এটা অবিশ্বাস্য, বিশেষ করে জাপানের মতো দেশে যেখানে কঠোরভাবে আইন অনুসরণ করা হয়। আমরা গভীরভাবে মর্মাহত।

প্রসঙ্গত, বাংলাদেশে শনিবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় শোক পালন করা হয়। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো আবের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখে।

আবের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।