দর্পণ ডেস্ক : সিনিয়র ক্রিকেটার না থাকলেও বাংলাদেশ যে কোনও দলকে হারাতে পারে বলে সতর্ক করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
রবিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোহিত বললেন, ‘তাদের দলের দুইজন (সাকিব-তামিম) গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই। কিন্তু তাদের ভালো কিছু করার সামর্থ্য আছে এবং যে কোনও দলকে তারা হারাতে পারে।’
টি-টোয়েন্টিতে দুই দলের দেখা হয়েছে ৮ বার, সবগুলো জিতেছে ভারত। দুইবার খুব কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১০ এর ম্যাচে বেঙ্গালুরুতে শেষ ওভারে ১১ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ চাপে ভেঙে পড়ে আউট হন। তাতে ১ রানে জিতে যায় ভারত।
গত বছর নিদাহাস ট্রফির ফাইনালেও জয়ের হাতছানি ছিল বাংলাদেশের। কিন্তু দিনেশ কার্তিকের ঝড়ে শেষ বলে তাদের কাছ থেকে জয় ছিনিয়ে নেয় ভারত। এই দুই শ্বাসরুদ্ধকর জয়ের সাক্ষী ছিলেন রোহিত। বাংলাদেশকে তাই খাটো করে দেখছেন না ৩২ বছর বয়সী ওপেনার, ‘বাংলাদেশ খুবই ভালো একটা দল। আমরা দেখেছি তারা এখন কেমন প্রতিদ্বন্দ্বিতা করে−শুধু দেশেই নয়, দেশের বাইরেও। বিশেষ করে আমাদের বিপক্ষে। তারা সব সময় আমাদের চাপে রাখে। এই দলকে ভিন্ন চোখে দেখার কোনও উপায় নেই।’
বাংলাদেশের বিপক্ষে তরুণ একটি দল গড়েছে ভারত। সানজু স্যামসন, শ্রেয়াস আইয়ার, মনীষ পাণ্ডে, ঋষভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, খলিল আহমেদ, শিবম ডুবে এবং শারদুল ঠাকুরের মতো তরুণ খেলোয়াড়দের সুযোগ হচ্ছে নিজেদের সামর্থ্য দেখানোর। একাদশ নিয়ে রোহিত বলেছেন, ‘কন্ডিশন দেখতে হবে আগে। পিচ কেমন হবে সেটার ওপর নির্ভর করছে। যদি পিচ মন্থর হয়, স্পিনাররা অগ্রাধিকার পাবে। কন্ডিশন পর্যবেক্ষণ করেই দল সাজাবো।’