বাইক ছেড়ে এবার রোলার চালাচ্ছেন ধোনি! ভাইরাল ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: বাইশ গজের বাইরে ধোনির ভালোবাসা মানেই বাইক। অবসরে স্টিয়ারিং-এ হাত চলে যায় এমএসডি-র। মাহির এই বাইক প্যাশন নতুন নয়। এবার রোলারের স্টিয়ারিং ধোনির হাতে। রাঁচি স্টেডিয়ামে পিচে রোলার চালাতে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ককে। আর নিমেষে ভাইরাল হল সেই ভিডিয়ো।

মার্চের শুরুতেই চেন্নাইয়ের অনুশীলনে নামছেন মহেন্দ্র সিং ধোনি; নিশ্চিত করেছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। তার আগে অবশ্য ঝাড়খণ্ডে ঘাম ঝরাচ্ছেন এমএসডি। এই যেমন এবার ধোনিকে দেখা গেল রাঁচি স্টেডিয়ামে পিচে রোলার চালাতে।  রোলারের স্টিয়ারিং হাতে ধোনির সেই ভিডিয়ো এখন নেটদুনিয়ায় হটকেকের মতো।

One Man, Different Roles

Mahi trying his hands on pitch roller machine at JSCA yesterday! #DhoniAtJSCA #MahiWay #Dhoni pic.twitter.com/Hl0TZND4V0

— MS Dhoni Fans Official (@msdfansofficial) February 26, 2020

২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপের সেমি ফাইনালের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি মহেন্দ্র সিং ধোনি। এরই মধ্যে বার বার তাঁর অবসর নিয়ে নানা জল্পনা দেখা দিয়েছে। তবে তিনি স্পিকটি নট! ‘ক্যাপ্টেন’ কুল রয়েছেন এক্কেবারে চুপ! বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়লেও কোনও হেলদোল দেখা যায়নি তাঁর। এবার আইপিএলে চেন্নাইয়ের হয়ে মাঠে নেমে মাহি ম্যাজিক দেখার অপেক্ষায় আপামর ক্রিকেটপ্রেমীরা।