দর্পণ ডেস্ক : ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে বিধ্বস্ত ফ্লোরিডা পরিদর্শনে যাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী বুধবার জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেনের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। ঝড়ের তাণ্ডবে ফ্লোরিডায় এখন পর্যন্ত ৪৪ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত বুধবার ফ্লোরিডায় আঘাত হানে ইয়ান। যুক্তরাষ্ট্রে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে একটি ইয়ান। শনিবারও রাজ্যের দক্ষিণ-পশ্চিম উপকূলে নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা।
গত বুধবার ফ্লোরিডার উপকূলে ৪ মাত্রার শক্তিশালী ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এরপর শুক্রবার দক্ষিণ ক্যারোলিনায় আঘাত হানে ইয়ান। ঘূর্ণিঝড়ের প্রভাবে ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে। তবে দক্ষিণ ক্যারোলিনায় তেমন একটা তাণ্ডব চালায়নি ইয়ান। এটি যখন দক্ষিণ ক্যারোলিনায় আঘাত হানে তখন এটি ১ মাত্রার ঝড়ে পরিণত হয়েছে। ক্যারোলিনায় ইয়ানের প্রভাবে বন্যা দেখা দিয়েছে।