বাবরি মসজিদ ধ্বংস মামলার অন্যতম অভিযুক্ত নিত্য গোপাল দাস।

বাবরি মসজিদ ধ্বংসের অন্যতম নায়ক নৃত্যগোপাল দাসকে এবার রাম মন্দির নির্মাণ ট্রাস্টের সভাপতি করা হয়েছে। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 
 

বিশ্ব হিন্দু পরিষদের রাম জন্মভূমি ন্যাসের প্রধান তথা বাবরি মসজিদ ধ্বংস মামলার অন্যতম অভিযুক্ত নৃত্যগোপাল দাস। 

এছাড়া ট্রাস্টের সাধারণ সম্পাদক হচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের সহ–সভাপতি চম্পক রায়। 

আর সবকিছু ছাপিয়ে যার নাম বিতর্কের খাতায় চলে এসেছে তিনি হলেন মোদির সাবেক সহযোগী নৃপেন্দ্র মিশ্র। তিনিই আসলে রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন। তাকে নির্মাণ কমিটির সভাপতি করা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় একটি বৈঠকে ট্রাস্টের দায়িত্বে কারা থাকবেন তার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। 

গত বছরের ৯ নভেম্বর অযোধ্যা মামলার রায় দেন তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। সেই রায়ে অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমির সবটাই রামলাল্লাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যায় পাঁচ একর জমি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয় শীর্ষ আদালত।‌

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২০
এনডি