বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত সোলেমান মিয়া ঐ গ্রামের নিহত মাহফুজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মাহফুজ মিয়ার সঙ্গে সম্পত্তি নিয়ে তার ছেলে সোলেমান মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে মাহফুজ মিয়াকে কুপিয়ে হত্যা করে সোলেমান মিয়া। পরে লাশ বস্তাবন্দি করে রাখে। বুধবার সকালে কয়েকটি তুষের বস্তার সঙ্গে বাবার বস্তাবন্দি লাশও একটি অটোরিকশায় তুলে নেয় সে। তুষগুলো একটি দোকানে বিক্রি করে বস্তাবন্দি লাশ গুম করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। অটোচালকের সন্দেহ হলে তিনি সোলেমানকে জিজ্ঞেস করেন। তখন সোলেমান বস্তায় তার বাবাকে হত্যার কথা জানায় ও লাশটি গুম করতে অটোচালকের সহযোগিতা চায়। ঐ সময় অটোচালক তাকে সহযোগিতা না করে লাশের বস্তা নিয়ে গ্রামে ফিরে সবাইকে জানিয়ে দেন।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, নিহতের স্ত্রী মামলা করেছেন। ঐ মামলায় সোলেমান মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।