ঢাকা: জাপানি বংশোদ্ভূত দুই শিশুর জিম্মা নিয়ে বাবা ইমরান শরীফের করা আপিল নামঞ্জুর করেছেন আদালত। ঢাকার জেলা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ রায় দেন।

রোববার (১৬ জুলাই) শিশুদের মায়ের আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর ফলে শিশুরা মায়ের জিম্মাতেই থাকবে।

গত ২৯ জানুয়ারি ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান শিশুদের জিম্মা চেয়ে বাবা ইমরান শরীফের মামলা খারিজ করে রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে পরদিন ইমরান শরিফ আপিল করেন। গত ১৬ ফেব্রুয়ারি আদালত আপিল শুনানির জন্য গ্রহণ করেন।