ফাইল ফটো

রোববার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে আদালত বাসটির মালিক আলমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করে পুলিশ। এসময় হাতিরঝিল থানার মামলায় বাসচালক জাকির হোসেন স্বেচ্ছায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিত আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপরদিকে, বাসচালক আলমকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ৬ জুন সকাল ১০টার দিকে চাঞ্চল্যকর ও আলোচিত রাজধানীর বাংলামোটরে ওয়েলকাম পরিবহনের বাসচাপায় পুলিশ কনস্টেবল কোরবান আলীর নির্মম মৃত্যু হয়। ঘটনার পরই বাসচালক পালিয়ে যায়। পরে ছায়া তদন্তে নামে র‍্যাব। গত ১০ জুন রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও ঢাকার সাভারে অভিযান চালিয়ে বাসচালক জাকির হোসেন ও মালিক মো. আলমকে গ্রেফতার করে র‍্যাব।

প্রসঙ্গত, নিহত কনস্টেবলের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলার রামগতি চর সিকান্দার এলাকায়। তিনি সাভারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে থাকতেন। রাজারবাগ পুলিশ টেলিকমিউনিকেশন্সে কর্মরত ছিলেন তিনি।