অনলাইন ডেস্ক : গুঞ্জন শোনা যাচ্ছিল, কিডনির সমস্যায় ভুগছেন বাহুবলীর কুখ্যাত ভিলেন বল্লালদেব ওরফে রানা দাগ্গুবাতি। অবশেষে সব জল্পনায় ইতি টেনে রানা নিজেই জানিয়েছেন, ও সব কিছু নয়, তার রক্তচাপ একটু বেড়েছে।
সামাজিক মাধ্যমে জল্পনা চলছিল, রানা ভীষণ অসুস্থ, তার কিডনি প্রতিস্থাপন করতে হবে।
কিন্তু রানা পরিষ্কার করে দিয়েছেন, তাঁর রক্তচাপের সমস্যা ছাড়া আর কিছু হয়নি, তারও চিকিৎসা চলছে। তবে এই দুশ্চিন্তা ও ভালবাসার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, রানাকে এরপর দেখা যাবে অন্ধ্রের বিখ্যাত নায়ক-রাজনীতিক এনটিআরের চরিত্রের ওপর নির্মিত ছবিতে। নামী এই অভিনেতা অন্ধ্রের মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। এতে তিনি অন্ধ্রের বর্তমান মুখ্যমন্ত্রী ও এনটিআরের জামাতা চন্দ্রবাবু নাইডুর ভূমিকায় অভিনয় করতে পারে