মৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার শিখারপুর গ্রামের সরাফত উল্লাহর স্ত্রী ৫০ বছর বয়সী নেলী বেগম, আব্দুল হামিদের স্ত্রী ৪৫ বছরের জরিনা বেগম, রওশন উল্লাহর স্ত্রী ৪৫ বছরের হুরবানু ও কবির মিয়ার স্ত্রী ৩৫ বছরের আয়াতুন্নেছা।
সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) মো. আবুল খায়ের জানান, সন্ধ্যার পর ছয়জন নারী ও দুজন পুরুষ ছোট একটি ইঞ্জিনচালিত নৌকায় করে আত্মীয়ের বাড়ি বাহুবলের স্নানঘাট থেকে নিজ বাড়ি শিখারপুর ফিরছিলেন। গুঙ্গিয়াজুড়ি হাওরে পৌঁছালে ঝড়ের কবলে নৌকাটি ডুবে যায়। এতে দুই পুরুষ ও দুই নারী সাঁতরে তীরে উঠলেও বাকিরা ডুবে যান। পরে স্থানীয় লোকজন চার নারীর মরদেহ উদ্ধার করেন।