দর্পণ ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ৩২ দলের মধ্যে একমাত্র বায়ার্ন মিউনিখ ছয় ম্যাচেই জয় পেয়ছে। বুধবার রাতের ম্যাচে তারা ঘরের মাঠে মরিনহোর টটেনহ্যামকে ৩-১ গোলে হারিয়েছে। এর আগে প্রথম লেগে মাউরিসিও পচেত্তিনোর টটেনহ্যামকে তাদেরই মাঠে বিধ্বস্ত করে বায়ার্ন। এছাড়া গ্রুপ পর্বের ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে সবচেয়ে বেশি ২৪ গোল দিয়েছে জার্মান ক্লাবটি।
ম্যাচের ১৪ মিনিটের মাথায় ফ্রান্স ফরোয়ার্ড কোম্যানের গোলে লিড নেয় বায়ার্ন। কিন্তু ২০ মিনিটের মাথায় স্পার্সরা সেই গোল শোধ দেয়। প্রথমার্ধে বায়ার্নের সঙ্গে পাল্লা দিয়ে আক্রমণও করে যায়। কিন্তু প্রথমার্ধের শেষ সময়ে ডেভিড মিলারের গোলে লিড নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে বার্সেলোনা থেকে বায়ার্নে আসা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিলিপে কুতিনহো গোল কর দলকে বড় জয় এনে দেন।