সোমবার বিকেলে কুষ্টিয়া পৌর বিজয়উল্লাস চত্বরে শহর আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে মাহবুব উল আলম হানিফ আরো বলেন, সারাদেশের মানুষ তাদের ঐ বক্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে। জাতির কাছে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করা না হলে রাজপথেই তার সমুচিত জবাব দেওয়া হবে।
হানিফ বলেন, পদ্মাসেতু নিয়েও বিএনপি মিথ্যাচার করছে। বিএনপি ‘৭৫ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বলে স্লোগান দেয়। এতে প্রমাণিত হয় ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যায় তাদের সম্পৃক্ততা রয়েছে। এই বাংলাদেশে জাতির পিতাকে হত্যাকারীদের কোনো ঠাঁই নেই।
কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুষ্টিয়া-৪ আসনের এমপি সেলিম আলতাফ জর্জ। এ সময় আরো বক্তব্য রাখেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।