সাড়ে সাত হাজার দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও গৃহহীনদের ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি- ছবি: ডেইলি বাংলাদেশ

সোমবার ঝালকাঠি জেলা পরিষদে সাড়ে সাত হাজার দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও গৃহহীনদের ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ সাশ্রয়ী হতে বলেছেন। কারণ, রাশিয়া থেকে জ্বালানি তেল আনা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াতের আমলে দেশে মাত্র ৩৭০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল। তারা এক ফোঁটা বিদ্যুৎ উৎপাদন বাড়ায়নি। তখন বিএনপি-জামায়াত সরকারের ব্যর্থতায় সারাদেশে প্রতিদিন ১৮ থেকে ২০ ঘণ্টা লোডশেডিং হতো। আওয়ামী লীগের আমলে সেই লোডশেডিং জাদুঘরে পাঠানো হয়েছিল। আর আজকের যে লোডশেডিং তা শুধুমাত্র সারা দুনিয়ায় চলা জ্বালানি সংকটের কারণেই হচ্ছে।

জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

এ সময় ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত জেলা পরিষদের প্রধান ফটক ও ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত অভ্যন্তরীণ সড়কের উদ্বোধন করেন আমির হোসেন আমু।