ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের এক দফা দাবিতে ১৮তম কর্মসূচি হিসেবে রাজধানীতে কালো পতাকা মিছিল করবে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপিসহ সমমনা দলগুলো। শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে পর রাজধানী ঢাকায় পূর্ব ঘোষিত এ কর্মসূচি পালন করা হবে।
পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তা সমমনা জোট, এলডিপি, লেবার পার্টি, এনডিএম, গণ অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া), গণতান্ত্রিক বাম ঐক্য, গণফোরাম ও পিপলস পার্টি এ কালো মিছিলে অংশ নেবে বলে জানা গেছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির কালো পতাকা মিছিল বিকেল ৩টায় রাজধানীর শ্যামলী স্কয়ার থেকে শুরু হয়ে রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা চৌরাস্তায় গিয়ে শেষ হবে।