অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কোটা সংস্কার নিয়ে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে তার পেছনে বিএনপি ষড়যন্ত্র করছে। আর এ আন্দোলনের উপর ভর করে পার পেতে চায় বিএনপি।
সোমবার (২ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, কোটার পেছনে রাজনীতি আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীদের বক্তব্য দেখে বুঝা যায় এরা কোন ধরনের মানুষ। এরা শেখ হাসিনা বিদ্বেষী, আওয়ামী লীগ বিদ্বেষী।
তিনি বলেন, বিএনপি নিজে আন্দোলন করতে পারেনা, তাই কোটার উপর ভর করেছে। এদেশে সাড়ে চার দশক কোটা ছিল। বাতিল করতে হলে সময় লাগবে। কেউ বাতিলের পক্ষে। আবার কেউ বহালের পক্ষে। সরকারকে সবার কথা শুনতে হয়।
হাছান মাহমুদ আরও বলেন, শাহবাগের মোড়ে দাঁড়িয়ে বা দু’একটা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে আন্দোলন করলেই কোটা বাতিল হয়ে যাবে, তা হবে না। আবার কেউ এটা নিয়ে রাজনীতি করবে আর সরকার সেই রাজনীতির ফাঁদে পা দিবে তা তো হয় না।
সাবেক এই মন্ত্রী বলেন, বিএনপি খড়কুটো ধরে টিকে থাকতে চায়। গ্রামে বান আসলে যেমন সব ভেসে যায় তেমনি বিএনপিও ভেসে যাচ্ছে। তাদের গর্জন ব্যাঙয়ের মত। বর্ষায় বান আসলে ব্যাঙয়ের গর্তে যখন পানি ঢুকে ব্যাঙ তখন জোরে তর্জন গর্জন করে। বিএনপি’র গর্জন সেরকম।
সাংগঠনিক উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সারাহ বেগম কবরী, ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েত ইসলাম স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য ইদ্রিস মল্লিক প্রমূখ।