হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ- ছবি: সংগৃহীত

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ দেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরেই এসেছে।

রোববার বিকেলে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনের মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, বাংলার মানুষ বিএনপিকে আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। কারণ বিএনপি ক্ষমতায় থাকতে কোনো উন্নয়ন হয়নি। হাওয়া ভবনকে খাওয়া ভবন বানিয়ে দেশের সম্পত্তি লুট করে বিদেশে পাচার করা হয়েছিল।

এবারের বাজেটে টাকা পাচারকারীদের সুযোগ দেওয়া হয়েছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, যারা বিদেশে টাকা পাচার করেছে সেই টাকা এদেশে আনা দরকার। যদি এসব টাকা দেশে আনা যায়, তাহলে দেশের ও  জনগণের কাজে লাগানো যাবে।

এর আগে সম্মেলনের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। 

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।