অনলাইন ডেস্ক : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ বুধবার বিকেলে সংগঠনের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহামুদের নেতৃত্বে নেতারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এ সময় সংগঠনের কোষাধ্যক্ষ দীপ আজাদ, সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধূরী, মনতোষ বসু, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, আব্দুল মজিদ, শাকিরুল কবির রিটন, দফতর সম্পাদক বরুন ভৌমিকসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এরআগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য্যের নেতৃত্বে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সভাপতি তরুন তপন চক্রবর্ত্তীর নেতৃত্বে নেতারা, বাংলাদেশ সাবএডিটর কাউন্সিলের সভাপতি শহিদুল হক ও সাধারণ সম্পাদক শাহাদত রানার নেতৃত্বে নেতারা, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক মো. শাহ আলমের নেতৃত্বে নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। এছাড়া চট্টগ্রাম, যশোর, কুষ্টিয়া সাংবাদিক সমিতির পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

সকালে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডা. সাইফুদ্দিন আহমেদের নেতৃত্বে চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের পক্ষ থেকে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করা হয়।