অনলাইন ডেস্ক : ১৯৪৬ সালে আবিষ্কৃত হয় টু-পিস বিকিনি। দিনটি ছিল ৫ জুলাই। ফ্যাশন ডিজাইনার লুই রিয়ার্ড ছিলেন এই বিকিনির স্রষ্টা। পরবর্তীকালে, এই দিনটিতে পালন করা হয় আন্তর্জাতিক বিকিনি দিবস। কিন্তু, বিশ্বের তুলনায় ভারতে বিকিনির ব্যবহার মূলত সিনেমাতেই দেখা যায়। যদিও, ভারতে রয়েছে সমুদ্র সৈকত ও বিচের ছড়াছড়ি। এক ঝলকে জেনে নেওয়া যাক ভারতের কোন কোন বিচে রয়েছে বিকিনি পরার অনুমতি। (প্রতীকী ছবি— শাটারস্টক)

আগাত্তি আইল্যান্ড, লক্ষদ্বীপ
বাটারফ্লাই বিচ, অগোন্ডা
কাদমাত আইল্যান্ড, লক্ষদ্বীপ
পালোলেম বিচ, গোয়া
ওম বিচ, গোকর্ণ
রাধানগর বিচ, আন্দামান
ভারকালা বিচ, কেরল
মারারি বিচ, আলেপ্পে
মামাল্লাপুরম বিচ, তামিলনাড়ু