তুর্কি যুবক মুরাত ইলদিরিম ইমরানের ‘বলতে বলতে চলতে চলতে’ গানটির কভার করেন; ছবি; সংগৃহীত

মুরাত ইলদিরিমের গাওয়া গানটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ইমরান নিজের তার ভেরিফায়েড ফেসবুক পেজে মুরাতের গাওয়া গানের ভিডিওটি শেয়ার করেছেন।

ক্যাপশনে লিখেছেন, “বাংলা গান ছড়িয়ে পড়ুক এভাবেই সারা বিশ্বে। তুর্কির ইস্তাম্বুল থেকে মুরাত ইলদিরিম আমার ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি অসাধারণভাবে কভার করেছেন। সত্যি অনেক ভালো লেগেছে।”

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘বলতে বলতে চলতে চলতে’ গানটি প্রকাশ করেছিলেন সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সংগীতজীবনে প্রায় তিন শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়ক হয়েছেন ইমরান। এ বছর ডাবল রাষ্ট্রীয় সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে নিজর অবস্থানকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।