‘অনলাইন ডেস্ক : বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। টালিউডের নায়িকার বিশ্বাস বোল্ডনেসেই লুকিয়ে স্বাধীনতার প্রকৃত আনন্দ। যেমন বিশ্বাস তেমননি কাজ।

উন্মুক্ত বক্ষে ক্যামেরাবন্দি হলেন। তা পোস্ট করে রাতারাতি হয়ে গেলেন সাইবার দুনিয়ার হটকেক।

ভারতের স্বাধীনতা দিবস আসতে এখনো প্রায় দুই মাস বাকি। কিন্তু তার আগেই স্বাধীনতার উদযাপন করলেন অভিনেত্রী র‍্যাচেল। তবে তেরঙ্গা উড়িয়ে নয়! নায়িকার ধরন একেবারেই আলাদা।

সুন্দরীর মতো বোল্ডনেসই রয়েছে স্বাধীনতার প্রকৃত বয়ান। আর তাই টপলেস হলেন অভিনেত্রী। নায়িকার এমন আপত্তিকর ছবি দেখে সামাজিক মাধ্যমে রীতিমতো হইচই চলছে।

বৃহস্পতিবার টুইটার হ্যান্ডেলে বোল্ড অবতারে হাজির হন র‍্যাচেল। ক্যাপশনে লেখেন, বোল্ড হওয়ার মধ্যেই লুকিয়ে আছে স্বাধীনতার অর্থ। সেই ছিল শুরু।

তারপর শুক্রবার আরও একটি ছবি পোস্ট করেন তিনি। ছবির সঙ্গে এবার জানান, এই বোল্ডনেসের পথ ধরেই এখন চলার সিদ্ধান্ত তার।