অনলাইন ডেস্ক : প্রায় চার দশক ধরে সততার সঙ্গে বিমান সেবিকা হিসেবে কাজ করেছেন তিনি। এয়ার ইন্ডিয়ার এই বিমান সেবিকা সম্প্রতি অবসরে যাবেন। কিন্তু শেষটা ভাল না হলে সবটা ভাল হয় কী করে? তাই মায়ের ইচ্ছে ছিল বিমান সেবিকা থেকে বিদায়ের আগে চালকের আসনে যেনো তার মেয়েকে দেখতে পান তিনি। অবশেষে সেই স্বপ্ন সত্যি পূরণ হল। সেই সৌভাগ্যবান মা হলেন পুজা চিনচঙ্কর আর মেয়ে অশৃতা।

এনডিটিভি জানায়, ভারতের মুম্বাই থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে ছেড়ে যায় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সেই বিমানটি চালাচ্ছেন মেয়ে, আর যাত্রীদের দেখভাল করলেন মা। টুইটারে এই খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তবে এমন সুন্দর মুহূর্তকে স্বাগত জানিয়েছে নেট দুনিয়া।

মায়ের কর্ম জীবন এভাবে চমকে দিয়ে বেশ আনন্দিত মেয়ে। টুইটারে অশৃতা লেখেন,‘৩৮ বছর সুনামের সঙ্গে কাজ করার পর মা অবসর নিচ্ছেন। এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম। সেটা করতে পেরে নিজেকে ভীষণ ভাল লাগছে। মা যেভাবে কাজ করে গেছেন আমিও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

সেই ঘটনার মুহূর্তগুলির ছবিও টুইটারে পোস্ট করেছেন মেয়ে। স্বল্প সময়ে প্রায় ৯ হাজার মানুষ নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকে এও বলেন, মা ও মেয়ের জন্য তাদের গর্ব হচ্ছে। কারও আবার মনে হয়েছে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই মা ও মেয়েকে আদর্শ করে পথ চলা উচিত। শুধু ছবি নয় টুইটারে আছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে বিমান কর্মীদের সঙ্গে যাত্রীরাও পুজাকে অভিনন্দন জানাচ্ছেন।

এ বিষয়ে বিবিসিকে মেয়ে অশৃতা জানান, আমি একই সঙ্গে খুশি এবং আপ্লুত। কিন্তু এরপর কী করবেন মা? মেয়ে বলছেন, কোনও পরিকল্পনাই নাকি হয়নি। তবে আপাতত মাস দুয়েক ঘুরে বেড়াতে চান।