দর্পণ ডেস্ক : সবশেষ ৩৬ বছর আগে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। দেশটির একাধিক প্রজন্ম জানেই না বিশ্বকাপের জয়ের আনন্দ কী রকম। তাই তো বিশ্বকাপ ঘনিয়ে এলেই পাগলামো বেড়ে যায় জাতিটির। এবার বিশ্বকাপে অংশ নিতে কাতারে যাওয়ার জন্য বিশেষ বিমান তৈরি করা হয়েছে। আর সেটিকে সাজানো হয়েছে আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে।
‘একটা দল, একটা দেশ, একটা স্বপ্ন’—স্লোগানটি লেখা রয়েছে বিশেষ বিমানের গায়ে। দলের সুপার স্টার লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন এটি তার শেষ বিশ্বকাপ। এই বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে আছে পুরো দল। টানা ৩৫ ম্যাচ আর গত তিন বছরে হারের মুখ দেখেনি আর্জেন্টিনা। এই কারণে ফেভারিটের তমকা নিয়ে কাতার যাত্রা করবে দলটি। এছাড়া মেসিও আছেন দুর্দান্ত ফর্মে। জাতীয় দল ও পিএসজির জার্সিতে দারুণ ছন্দে ছিলেন আর্জেন্টাইন তারকা। ক্লাবের হয়ে ১৩ ম্যাচে নিজে ৮ গোল করার পাশাপাশি অন্যদের দিয়ে করিয়েছেন ৮ গোল। আর আর্জেন্টিনার হয়ে শেষ তিন ম্যাচে মেসির গোল ৯টি। বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপা খরা মেটাতে স্বপ্নে বিভোর আর্জেন্টিনা।
এয়ার বাস এ ৩৩০-২০০ মডেলের বিমানে চড়ে বিশ্বকাপে খেলতে কাতার যাবে মেসি-ডি মারিয়ারা। সেই বিমানে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন আঁকিয়েছে মেসির ছবি। আরও আছে কোপা আমেরিকা জয়ের অন্যতম দুই কুশীলব আনহেল ডি মারিয়া আর রদ্রিগো ডি পলের ছবিও। এখানেই শেষ নয়, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের লোগোও আঁকা আছে বিমানটিতে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.