যুক্তরাজ্যের ব্রেন্ট ক্রুড অয়েল প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৪৯ দশমিক দুই শূন্য ডলারে। গত মঙ্গলবার যা বিক্রি হয়েছিল ৫২ ডলারের বেশি দামে। প্রায় ৭ ডলার কমে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ক্রুড অয়েল বিক্রি হচ্ছে ৪৫ দশমিক দুই চার ডলার। আর প্রায় ৮ শতাংশ কমে ওপেক বাস্কেটে মজুদ অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে ৫১ দশমিক নয় নয় ডলারে।
বিশ্বের তেল সমৃদ্ধ দেশগুলোর জোট (ওপেক) জানায়, করোনাভাইরাসের কারণে চাহিদা কমে যাওয়ায় কমছে পণ্যটির দাম। উৎপাদন কমিয়েও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ তেল রফতানিকারকদের সংগঠনটি। শুক্রবার এক বৈঠকে দৈনিক উৎপাদন আরো দেড় লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক।