মঙ্গলবার পর্যন্ত ৩,২০০ জনের বেশি মানুষের এ রোগে মৃত্যু হয়েছে
চীনের হুবেই প্রদেশে উৎপত্তি হওয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বিশ্বব্যাপী ৯২ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত ৩,২০০ জনের বেশি মানুষের এই রোগে মৃত্যু হয়েছে।
বুধবার (৪ মার্চ) এতথ্য দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচআর)। এদের মধ্যে বেশিরভাগই চীনের।
তবে শুধু চীন নয় বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের প্রকোপ।
স্ট্রেইটস টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৪ মার্চ) দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৫১৬ জন এই ভাইরাসে আাক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে এপর্যন্ত ভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৩২৮ জনে। এর আগে, মঙ্গলবারই দেশটিতে করোনাভাইরাসের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া সরকার।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, প্রতিদিন চীনের চেয়েও বেশি মানুষ নতুন করে রোগটিতে আক্রান্ত হওয়ায় হাজার হাজার সংক্রমিত ব্যক্তিদের হাসপাতালে থাকার ব্যবস্থা করতে যেয়ে রীতিমত হিমশিম খাচ্ছে দেশটির সরকার।
সিএনএন এর এক প্রতিবেদন অনুযায়ী ইরানে করোনাভাইরাস ঠেকাতে বিশেষজ্ঞসহ ৩ লাখ স্বাস্থ্যকর্মীকে নিয়োজিত করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ২,৩০০ ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৭৭ জন। কেবল মঙ্গলবারই ৪৩৫ জন ব্যক্তি এই রোগে আক্রান্ত হয়েছেন।
এদিকে, বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রেও ব্যাপকভাবে সংক্রমিত হচ্ছে। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন নয়জন। এদের প্রত্যেকেই ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে সবমিলিয়ে শতাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টারের চিকিৎসক ডা. ন্যান্সি মেসোনায়ার বলেন, “সারাবিশ্বে এখন যা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যা এখন তা শুরু হয়েছে। আক্রান্তদের মধ্যে বয়স্ক ও আগে থেকে অসুস্থ ব্যক্তির সংখ্যা এক তৃতীয়াংশ এবং যারা অপেক্ষাকৃত তরুণ এবং সুস্বাস্থ্যের অধিকারী তাদের শরীরে ভাইরাসের আক্রমণ অনেকটাই কম।”