আমি দেখতে পাচ্ছি পৃথিবী ক্রমশ একটি জনহীন স্থানে পরিণত হচ্ছে। আমি শুনতে পাচ্ছি একটি মেঘগর্জন নিকটবর্তী হচ্ছে। সেটা আমাদেরকেও ধ্বংস করে দেবে। আমি লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি অনুভব করতে পারছি। কিন্তু তারপরেও আকাশের দিকে তাকালে আমার মনে হয় একসময়ে সবকিছুই ঠিক হয়ে যাবে। এই নিষ্ঠুরতার অবসান ঘটবে এবং পৃথিবীতে আবার শান্তিময় অবস্থা ও প্রশান্তি ফিরে আসবে।’’
মূল: Anne Frank, The Diary of a Young Girl (In this book she documented her life in hiding from 1942 to 1944, during the German occupation of the Netherlands in World War II.She died in the German concentration camp.)