দর্পণ ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। সোমবার সকালে ফাহাদের মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে হল ছেড়ে বেরিয়ে এসে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ফাহাদ হত্যার বিচার দাবিতে নানা স্লোগান দেন তারা।

এদিকে, বুয়েটে ছাত্র আবরার ফাহাদকে হত্যার সময়কার সিসি ক্যামেরার ফুটেজ গায়েব করে দেয়ার অভিযোগ উঠেছে। এমন ঘটনার প্রতিবাদে হল প্রভোস্ট অফিস ঘিরে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, রাত ২টা ৬ মিনিটের পর আর কোনো ফুটেজ পাওয়া যাচ্ছে না। ওই ফুটেজ পেলে হত্যার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

অন্যদিকে, বুয়েট শিক্ষার্থী ফাহাদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ‘বুয়েট শিক্ষার্থী আববার হত্যার বিচার চাই’ ব্যানারে সোমবার দুপুরে প্রগতিশীল ছাত্র জোট এই বিক্ষোভ করে। এ সময় ‘বুয়েট তোমার ভয় নাই, ঢাবির আছে লাখো ভাই’ সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়।

রবিবার রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।