বৃহস্পতিবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ব্যাংকে ডাকাতির ওই ঘটনা ঘটে। পরে তদন্তে নেমে ব্যাংকের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে পুলিশ। আর এরপরই অভিযুক্তকে শনাক্ত করতে ওই ফুটেজ থেকে একটি ছবি ফেসবুকে শেয়ার করে মার্কিন পুলিশ।
সংবাদমাধ্যম বলছে, গত সোমবার এক ব্যক্তি বৃদ্ধার বেশে ব্যাংক ঢুকে সরাসরি কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ায়। পরনে ম্যাক্সি ধরনের লম্বা পোশাক আর মাথায় লম্বা পাকা চুলের উইগ পরা। হাতে গ্লাভস, মুখে কালো মাস্ক। কাউন্টারের সামনে দাঁড়ানোর পর অভিযুক্ত ওই যুবক ব্যাংককর্মীর দিকে একটি চিরকুট এগিয়ে দেয়।
ওই চিরকুটে বৃদ্ধার বেশে থাকা ব্যক্তিটি তার হাতে মোটা অংকের অর্থ তুলে দেওয়ার দাবি জানায়। এরপর গম্ভীর ভাবে জানিয়ে দেয়, তার সঙ্গে রয়েছে আগ্নেয়াস্ত্রও, অতএব…! পরে শান্ত মস্তিষ্কে একাই ব্যাংক লুট করে রাস্তায় দাঁড় করানো একটি গাড়িতে চেপে উধাও হয় বৃদ্ধাবেশী যুবকটি। এমনকি পালিয়ে যেতে ব্যবহার করা ওই গাড়িতে কোনো নাম্বার প্লেটও ছিল না।
খবর পেয়ে ঘটনার তদন্ত নামে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে কারণ সে নকল চুল, মুখে মাস্ক ও লম্বা ঝুল পোশাক পরে ছিল। তার পায়ে পরা ছিল সাদা রঙের জুতাও।
আর এই কারণেই অভিযুক্তকে শনাক্ত করতে তার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। অপরাধীকে শনাক্তকরণে সাধারণ মানুষের সাহায্যও চেয়েছে পুলিশ।
পুলিশ বিভাগের পোস্ট করা অভিনব ছদ্মবেশধারী ডাকাতের ছবি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেভাবে একাই ব্যাংক ডাকাতি করেছেন ওই যুবক, তাতে হতবাক হয়েছেন অনেকেই। আর তাই ব্যাংকগুলোকে আরও সতর্ক হতে হবে বলেও মনে করছেন তারা।