অনলাইন ডেস্ক : গোপালগঞ্জে ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। কাশিয়ানী উপজেলার তালতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই ছাত্রী গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা কাশিয়ানী থানায় সোহরাফ মোল্যা (৬১) নামে ওই বৃদ্ধের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, ওই স্কুলছাত্রীর মা-বাবা দুজনে বাড়ির পাশের একটি মাছের ঘেরে দিন-রাত শ্রমিকের কাজ করেন। এ সময় ওই ছাত্রী তার নয় বছরের ছোট ভাইকে নিয়ে বাড়িতে থাকে। এ সুযোগে প্রতিবেশী চার সন্তানের জনক সোহরাফ মোল্যা দীর্ঘদিন ধরে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে নানা ধরনের প্রলোভন দেখিয়ে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে আসছে।

গত ৯ জুলাই রাত ৯টার দিকে লম্পট সোহরাফ মোল্যা ওই ছাত্রীর বসতঘরে প্রবেশ করে জোরপূর্বক তার পরনের জামাকাপড় খুলে ফেলে। পরে তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্কুলছাত্রীর আত্নচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে সোহরাফ মোল্যা পালিয়ে যান।

অভিযুক্ত সোহরাফ মোল্যা কাশিয়ানী উপজেলার তালতলা গ্রামের মৃত রঙ্গু মোল্যার ছেলে। তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে সোহরাফ মোল্যা বলেন, ‘বিগত ইউপি নির্বাচনের পর থেকে প্রতিপক্ষের সঙ্গে আমার বিরোধ চলে আসছে। এরই জের ধরে আমাকে ফাঁসানোর জন্য প্রতিপক্ষের প্ররোচনায় এ মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি এ ধরনের কাজের সঙ্গে কখনোই জড়িত নই।’

এ ব্যাপারে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ছাত্রীর পিতার অভিযোগ হাতে পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।