
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা ৩ জানুয়ারি শপথ গ্রহণ করতে পারেন। পাশাপাশি ৬ জানুয়ারি গঠিত হতে পারে নতুন মন্ত্রিসভা। নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের নীতি নির্ধারণী একটি সূত্র জানিয়েছে, ১ জানুয়ারি সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। পরদিন ২ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্রটি আরও জানায়, ৩ জানুয়ারি নব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এই শপথের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ গঠিত হবে। শপথ গ্রহণের পর ৬ জানুয়ারি গঠিত হতে পারে নতুন মন্ত্রিসভা।
এ দিকে নির্বাচন কমিশন সূত্র জানায়, ২ জানুয়ারি বুধবার চূড়ান্ত ফলাফলে নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হতে পারে। বিধান অনুযায়ী গেজেট প্রকাশের ৩ দিনের মধ্যে শপথ গ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেব অনুযায়ী, ৩ জানুয়ারি বৃহস্পতিবারই হতে পারে শপথ গ্রহণ অনুষ্ঠান।
রোববার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচন কমিশন সূত্রে বেসরকারি ফলাফলের হিসাবে জানা গেছে, সর্বোচ্চ ২৫৯টি আসনে জয়লাভ করেছে আওয়ামী লীগ।
দলীয় নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, এবারও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি দেশের ইতিহাসে সর্বোচ্চ চারবারের প্রধানমন্ত্রী।
মহাজোটের শরিক জাতীয় পার্টি (জাপা) দ্বিতীয় সর্বোচ্চ ২০টি আসন পেয়ে সংসদে বিরোধী দল হিসেবে বসতে যাচ্ছে। রাজনৈতিক দলের প্রাপ্ত আসনের সংখ্যার বিচারে এটি দ্বিতীয় সর্বোচ্চ আসন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ১৯৯৬ সালে। ওই বছরের ১২ জুন অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ২৩ জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকারের দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। এ নির্বাচনের পর ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা।
এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও বিপুলসংখ্যক আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। যদিও আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত বর্তমান সরকারের মেয়াদ রয়েছে।