এ্যাডঃ মোঃ রেজাউলকরিম মিঞা এম কম, এমবিএ, এলএলবি, আইটিপি
গন্তব্য দুর হতে দুরান্তর, বোকার ডায়েরীতে সব কিছু ভরপুর।
কাগজে! কলমের কালি খায়,
মানুষে পশু খায়, আবার পশুতেও পশু খায়,
নির্বোধেরাই তো অন্যকে কষ্ট দিয়ে করে আয়,
কেউ আবার গরীবের হক মেরে হয় ধনবান,
পরের ঝুলি হতে হাতালে টাকা,
ওরে অ-জ্ঞান, বুঝিলে না তুমিও যে ভিক্ষুকের ইসমান ।
বাড়ী-গাড়ি, টাকা- পয়সার নেই তো কোন অভাব
তবুও জোর করে কেড়ে নেয়, ভরেনা পেট, এটা কেমন স্বভাব ?
রোগে- শোকে জর্জরিত, তবুও খাওয়ার নেই তো কোন শেষ,
বাইরের বেশভুষা ও আচরণে মনে হয় আছো তো বেশ।
বিভিষিকার অন্ধকারে ডুবে, দিয়েছো নিজের জীবনকে ফাঁকি,
হৃদয়ের হাহাকার, আর বাঁশিতে বাজছে করুন সুর
গন্তব্য দুর হতে দুরান্তর, বোকার ডায়েরীতে সব কিছু ভরপুর।
তুমি বোকা, মিথ্যা তোমার জীবন, ধ্রুমজালে ডুবে আছো হীন মনে,
পরপারে কিনিবে তুমি, দেখ চোখ মেলে, ওই সামান্য দুরে আসছে ধেয়ে,
পরপারের ডাক, কষে হিসাব, দিয়ে হাক বলবে তখন
দাওনা সময় কিছুই করিতে পারনি দুর!
এখনও সময় আছে, কর মানবতার সাধন, সুস্থ চিন্তা, সুস্থ মন,
চলার পথে রেখ স্বরণ, সৎও সত্যের কখনও হয় নামরণ,
রেখে গেলে কত টাকা, সম্পদ, তোমার অর্জিত ভান্ডার-বালুচুর,