একের পর এক আক্রমণ করেও গোল করতে ব্যর্থ হল ব্রাজিল। তবে আক্রমণ করেছিল মেক্সিকোও। দুই দলের গোল ব্যর্থতার প্রথমার্ধে ৫০ শতাংশ বলের দখল ছিল দুই দলেরই। খেলার প্রথমার্ধে ছিলনা কোন ইনজুরি টাইম।
প্রথম রাউন্ডে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে বিদায়ের খাতায় নাম আর্জেন্টিনা, স্পেন, পর্তুগালের মত ফেবারিট দলের। আজ মাঠে নেমেছে আরেক ফেবারিট ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়নরা লড়ছে মেক্সিকোর বিপক্ষে।
ফেবারিটদের পতনের বিশ্বকাপে এখনো টিকে রয়েছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে তাদের বেশ কঠিন পরীক্ষায় নামতে হয়েছে মেক্সিকোর বিপক্ষে। মেক্সিকানরাও রয়েছে ফর্মের তুঙ্গে। তারা গ্রুপ পর্বে হারায় শক্তিশালী জার্মানিকে। ব্রাজিল ২ ম্যাচ জয় ও ১ ম্যাচ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে এসেছে দ্বিতীয় রাউন্ডে। মেক্সিকো ২ জয় ও ১ ম্যাচ হেরে ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে খেলছে নক আউটে। আজকের ম্যাচে ব্রাজিল একাদশে ইনজুরির কারণে থাকছে না অভিজ্ঞ খেলোয়াড় মার্সেলো। তার স্থানে মাঠে দেখা যাবে ফিলিপ লুইসকে। অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারছেন না মেক্সিকোর মরোনো। তার পরিবর্তে মাঠে খেলছেন মার্কুয়েজ।
কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে সামারা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হয়েছে দুই দল। এর আগে ৪ বারের দেখায় ৩ ম্যাচে জয় পায় ব্রাজিল ও ১ ম্যাচ হয় ড্র। ৪ ম্যাচে মেক্সিকোকে ১১ গোল দিলেও, ব্রাজিলে জালে এখন পর্যন্ত বল জড়াতে পারেনি মেক্সিকো।