মোঃশাহাগির মৃধা,সরাইল( ব্রাহ্মণবাড়িয়া):
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হলেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ইব্রাহীম খান।
১২ নভেম্বর ২০১৮ সকাল ১০:৩০ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত অক্টোবর/২০১৮ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন সাফল্য ও কর্মতৎপরতার স্বীকৃতিস্বরুপ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার জনাব মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম মহোদয়।
লালবাগ বিভাগের সুযোগ্য উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ইব্রাহীম খানের চৌকস নেতৃত্বে অক্টোবর/২০১৮ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয় লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ ডিসি ক্যাটাগরিতে ডিএমপি কমিশনার জনাব আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম মহোদয়ের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ইব্রাহীম খান।
উল্লেখ্য যে, লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ইব্রাহীম খানের সুযোগ্য ও চৌকস নেতৃত্বে ইতোপূর্বে লালবাগ বিভাগ জুন,জুলাই,আগস্ট/২০১৮ মাসে পরপর তিনবারসহ আরো একাধিকবার শ্রেষ্ঠ বিভাগ হওয়ার গৌরব অর্জন করে।