জাহিদুর রহমান চৌধুরী সুজন, বড়াইগ্রাম (নাটোর) : নাটোর বড়াইগ্রামের বনপাড়া শহর আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার জেলহত্যা দিবস পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বিশেষ বক্তা বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, থানা আওয়ামী লীগের সভাপতি এড. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়াজী, বড়াইগ্রাম উপজেলার ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, শেখ ফজলুল নেসা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ রাজ্জাক মোল্লা, পাঁচ নং মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা, বড়াইগ্রাম সম্পাদক আতিকুর রহমান পিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।