দর্পণ ডেস্ক : ধূমপানমুক্ত ভবিষ্যত প্রজন্মের নাগরিক গড়ে তুলতে অল্প বয়সীদের কাছে সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করতে যাচ্ছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ধূমপানের বিরুদ্ধে ব্যাপক আকারে কঠোর ব্যবস্থার ঘোষণা দিয়েছে। এরই অংশ হিসেবে তরুণদের কাছে সিগারেট ও তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ করা হচ্ছে। নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ড. আয়েশা ভেরাল বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যত প্রজন্ম কখনোই ধূমপান শুরু করবে না।’ আইনটি পাস হলে এবং আগামী বছর থেকে কার্যকর হলে দেশটিতে ১৪ বছর বয়সী কিংবা ২০০৮ সালের পর জন্মগ্রহণকারী কারো কাছে সিগারেট ও তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ হবে। বিশ্বের নেতৃস্থানীয় এই সংস্কারকে স্বাগত জানিয়ে চিকিৎসক এবং অন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে তামাক পাওয়া কমবে এবং সিগারেট থেকে নিকোটিন সরিয়ে ফেলবে। ওটাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জ্যানেট হুক বলেন, ‘এটা মানুষকে (সিগারেট) ছেড়ে দিতে কিংবা কম ক্ষতিকারক পণ্য ব্যবহার করতে সহায়তা করবে এবং তরুণ জনগোষ্ঠীকে নিকোটিনে আসক্ত হওয়া থেকে বিরত রাখবে।’
২০২৫ সাল নাগাদ ধূমপায়ীর হার ৫ শতাংশে নামিয়ে আনতে চায় নিউজিল্যান্ড। পর্যায়ক্রমে ধূমপান নির্মূলের লক্ষ্যও রয়েছে তাদের। বর্তমানে দেশটির প্রাপ্তবয়স্কদের ১৩ শতাংশ ধূমপায়ী। এক দশক আগেও এই হার ছিলো ১৮ শতাংশ। তবে দেশটির মাওরি জনগোষ্ঠীর মধ্যে এই হার অনেক বেশি- প্রায় ৩১ শতাংশ। এদের মধ্যে রোগ ও মৃত্যুর হারও বেশি। সূত্র : বিবিসি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.