‘বড় বউয়ের গর্ভে সন্তান এসেছে’ এই এক সংবাদে গোমড়ামুখো বাড়িটি আজ হাসছে। সেজেছে নতুন সাজে। অতিথিতে ভরপুর। উৎসব লেগে গেছে। বিয়ের ১৪ বছর পার করে যখন সবাই ধরেই নিয়েছে তাদের পক্ষে সন্তান জন্ম দেয়া সম্ভব নয় তখন এমন খবর রাজ্য জয়ের চেয়ে কম নয়। পরিচিত, অপরিচিত, অর্ধপরিচিত শত মানুষের আনাগোনা বাড়িতে। কিন্তু যাকে ঘিরে এত আয়োজন সেই বড় বউকে কোথাও পাওয়া যাচ্ছে না।
ঘণ্টা খানেক বাদে যখন বউ এলো খুব ক্লান্ত-শ্রান্ত। মুখে এতটুকু হাসি নেই। কারো সঙ্গে কথা নেই। সোজা নিজের ঘরে ঢুকে স্বামীকে ডেকে বললো-
‘বাচ্চাটি নষ্ট হয়ে গেছে।’
-মানে?
‘মানে, আমি স্বেচ্ছায় গর্ভপাত করিয়েছি। কারণ, গতমাসে দত্তক আনা বাচ্চাটিকে আমি ভালোবেসে ফেলেছি।’