অনলাইন ডেস্ক : গেল ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পায় সিয়াম-পূজা জুটি অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ‘পোড়ামন টু’ ছবি। তবে খুব বেশি হলে মুক্তি পায়নি । মাত্র ২২ টি হলে মুক্তি পায়। মুক্তির পর বেশ দর্শক প্রশংসিত হয় ছবিটি। এবার ছবিটি মুক্তি পাচ্ছে দেশের বাইরে ভারতে।

ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা প্রতষ্ঠিানের কর্ণধার আবদুল আজিজ জানান, ভারতের তিনটি রাজ্য আসাম, পশ্চিমবঙ্গ ও বিহারে মুক্তি পাবে ছবিটি। সেখানে ছবিটির পরিবেশনার দায়িত্বে থাকবে এসবিএফ প্রডাকশন।

ছবিটিতে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন সিয়াম ও পূজা। ছবিটির বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাকের পুত্র চিত্রনায়ক বাপ্পারাজ।

উল্লেখ্য ‘পোড়ামন টু’ সিনেমাটি ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পোড়ামন’ সিনেমার সিক্যুয়াল। সিনেমাটিতে জুটি বেধে অভিনয় করেছিলেন সায়মন-মাহী।