দর্পণ ডেস্ক : ভারত ২০২৩ সালে পাকিস্তানে অনুষ্ঠেয় এশিয়া কাপে সফর করবে না। ফলে প্রশ্ন উঠেছে পাকিস্তানকে বাদ দিয়ে অন্য কোথাও টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কিনা। মুম্বাইয়ে এক জেনারেল মিটিংয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ, তিনি আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও (এসিসি) প্রেসিডেন্ট। জয় শাহ জানান, আগামী বছরের এশিয়া কাপ নিরপেক্ষ কোনো ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে। সভায় জয় শাহ আরও আরও জানান, ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে কোনো ধরনের ক্রিকেট খেলতে যাবে না। সুতরাং এশিয়া কাপ পাকিস্তান থেকে অন্য কোথাও সরে যেতে পারে। যদিও এ নিয়ে এসিসির সঙ্গে কোনো আলোচনা হয়নি। তাই চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
দুই দেশের রাজনৈতিক বৈরিতর কারণে ভারত ২০০৬ সালের পর আর পাকিস্তান সফর করেনি। এছাড়া ২০১২ সালের পর দুদল কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ দুটি শুধুমাত্র আইসিসি অথবা এসিসির কোনো টুর্নামেন্টেই মুখোমুখি হয়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.