দর্পণ ডেস্ক : ভিডিও তোলার জন্য হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক যুবক। ভারতের তিলজলায় বসবাসকারী ওই যুবকের নাম জাকির হোসেন।
জানা গেছে, পাঁচ বন্ধুর সঙ্গে রোববার বাইকে দ্বিতীয় হুগলি সেতুতে গিয়েছিলেন তিনি। সারাদিন তারা ছবি তোলেন। এরপর তারা ঠিক করেন গঙ্গায় ঝাঁপ দেওয়ার ভিডিও করবে। সেই মতো তিন যুবক মোবাইল ক্যামেরা নিয়ে তৈরি। বাকি দু’জন ঝাঁপ দেন। দীর্ঘক্ষণ হয়ে গেলেও তাদের হদিশ না মেলায় শুরু হয় খোঁজ। একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অপরজনের সন্ধান পাওয়া যায়নি। এ খবরে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
পুলিশ জানায়, ঘটনার সময় ওই যুবকের সঙ্গে থাকা চারজনকে জিজ্ঞাসা করা হচ্ছে। তাদের থেকে জানার পর বিষয়টি স্পষ্ট হবে। তারা প্রায়ই এ ধরনের ভিডিও করতেন ওই যুবকেরা। তা আপলোড করা হতো ইউটিউবে।