দর্পণ ডেস্ক :ভেনেজুয়েলায় প্রবল বৃষ্টিপাতের ফলে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। রাজধানী কারাকাসের দক্ষিণে অবস্থিত লাস তেজেরিয়াস শহরের এই ভূমিধসে ২২ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৫২ জন। খবর বিবিসি।
রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি জানান, নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযান চলছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পরিস্থিতিকে ‘বেদনাদায়ক’ বলে বর্ণনা করেছেন। বেসামরিক সুরক্ষা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা জানিয়েছেন, উদ্ধার অভিযানে নিয়োজিত রয়েছেন এক হাজার উদ্ধারকর্মী। আশা করা যায়, নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধার করা সম্ভব হবে। তবে এ ক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রবল বৃষ্টিপাতের কারণে এল পাটো নদীর পানি বেড়ে যাওয়ার কারণে এমন ভূমিধসের ঘটনা ঘটেছে। পানির তোড়ে ভেসে গেছে বেশ কয়েকটি বাড়ি ও দোকান। স্থানীয় বাসিন্দা কারমেন মেলান্দেজ বলেন, লাস তেজেরিয়াস হারিয়ে গেছে।