লায়ন শামীম আহমেদ, ভৈরব প্রতিনিধি- আজ ১২ ডিসেম্বর বুধবার সকালে ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার উপজেলা পরিষদ সংলগ্ন হাজী কালু মিয়ার সুপার মার্কেটে অবস্থিত ভৈরব-কুলিয়ারচর প্রবাসী জনকল্যান ঐক্য পরিষদ এর কার্যালয়ে উক্ত সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ইসহাক বাংলাদেশে আগমন উপলক্ষে ফুলদিয়ে সংবর্ধনা ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব ট্রমা জেনারেল হাসপাতাল এর চেয়ারম্যান মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাদক বিরোধী আন্দোলন এর সভাপতি আনোয়ার পারভেজ, সহ-সভাপতি আজহারুল ইসলাম, ইব্রাহিম মেলিটারী। এছাড়াও উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া শেখ দিপু, দপ্তর সম্পাদক অপু প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাঈদ খোকন। এসময় প্রধান অতিথি শেখ ইসহাক বলেন, আমরা ভৈরব-কুলিয়ারচরের প্রায় ২০ হাজার প্রবাসী ভাই-বোনদের নিয়ে ভৈরব-কুলিয়ারচর প্রবাসী জনকল্যান ঐক্য পরিষদ নামে সংগঠন গঠন করেছে। বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে কাজের জন্য ভৈরব-কুলিয়ারচরের নতুন এবং পুরাতন প্রবাসী ভাই-বোনদের বিপদে এগিয়ে যাওয়ায় হচ্ছে আমাদের প্রধান প্রতিশ্র“তি। এছাড়াও এ সংগঠনের অর্থায়নে ভৈরব-কুলিয়ারচরের সকল ধরনের উন্নয়ন মূলক এবং শিক্ষা,চিকিৎসা,প্রতিবন্ধী,বৃদ্ধা,অসহায় এবং এতিম শিশু-কিশোরদের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানটি আমন্ত্রীত অতিথিদের মিষ্টিমূখ এর মাধ্যমে সমাপ্তি ঘটে।