অনলাইন ডেস্ক: শিশু পর্নোগ্রাফির অভিযোগে একজন ধর্মযাজককে গ্রেপ্তার করেছে ভ্যাটিকানের পুলিশ। কার্লো আলবার্টো ক্যাপেলা নামের এই যাজক যুক্তরাষ্ট্রে ভ্যাটিকানের কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এক বিবৃতিতে ভ্যাটিকান কর্তৃপক্ষ বলেছে, অভিযোগ তদন্তের পর এই যাজকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আর সেই গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ দাযের করেছিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ভ্যাটিকানকে জানিয়েছিলেন যে, ভ্যাটিকানের এই কূটনীতিক পর্নোগ্রাফি আইন অমান্য করে থাকতে পারেন। সেই অভিযোগের তদন্ত করে এখন তাকে গ্রেপ্তার করা হলো। জানা গেছে, ২০০৪ সালে তিনি যাজকের পাশাপাশি ভ্যাটিকানের কূটনীতিক হিসেবে যোগ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অভিযোগের ভিত্তিতে তাকে সেখান থেকে ফেরত আনা হয়েছিল ২০১৭ সালে। বিবিসি।