ফাইল ফটো

শেষ বিকেলে অফিসফেরত মানুষ যখন ঘরমুখী, ঠিক তখনই মেঘের আধিপত্যে শুরু হয় বৃষ্টি। চলে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

টানা প্রায় দেড় ঘণ্টার বৃষ্টি গরমে স্বস্তি আনলেও বিপাকে পড়েন অফিসফেরত মানুষ। অনেকেই বৃষ্টিতে ভেজা থেকে বাঁচতে সড়কের পাশের মার্কেট, দোকানসহ বিভিন্ন স্থাপনার নিচে আশ্রয় নেন। কেউ কেউ কাকভেজা হয়েই ঘরে ফিরেছেন।

বৃষ্টিতে কোনো কোনো সড়কে সৃষ্টি হয়েছে যানজটের। আবার কোথাও কোথাও দেখা দিয়েছে যানবাহন সংকট। গুলিস্তানসহ বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক মানুষকে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

শ্রাবণ মাস চললেও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর (বর্ষা) নিষ্ক্রিয়তায় এখন বৃষ্টি অনেকটাই কম। আবহাওয়া অধিদফতর শুক্রবার ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলেও জানিয়েছে।

বৃহস্পতিবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, পাবনা, বগুড়া, দিনাজপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।