অনলাইন ডেস্ক : চোরের পেট থেকে চুরির সামগ্রী অস্ত্রোপচার করে বের করল পুলিস। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জব্বলপুরে। এই অসাধারণ কাজের জন্য তদন্তকারী পুলিশদের পুরস্কৃত করা হয়েছে।
মধ্য প্রদেশের জব্বলপুরে এক চোরের পেটে অস্ত্রোপচার করে ছিনতাই করা সোনার মঙ্গলসূত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাইকে করে ২ যুবক স্থানীয় ডিফেন্স কলোনি থেকে এক ৭০ বছরের বৃদ্ধার মঙ্গলসূত্র ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। তিনি তখন তার বাড়ির বাইরে ঘুমোচ্ছিলেন। স্থানীয় মানুষ পুলিশে খবর দিলে তারা ধরে ফেলে অভিযুক্তদের। কিন্তু পুলিশের থেকে বাঁচতে সুরজ কুমার নামে এক অভিযুক্ত ততক্ষণে মঙ্গলসূত্রটি গিলে ফেলেছ।
পুলিশও হাল ছাড়ার পাত্র নয়। ধৃত সুরাজ কুমারকে নিয়ে যাওযা হয় হাসপাতালে। সেখানেই এক্স রে করে দেখা যায়, মঙ্গলসূত্র রয়েছে তার পেটে। এরপর এন্ডোস্কোপিক সার্জারি করিয়ে সেটি বার করায় পুলিশ। ৫ মিনিটের মধ্যে মিটে যায় গোটা প্রক্রিয়া। অভিযুক্ত স্বীকার করেছে, এর আগেও এ ধরনের ছিনতাই করেছে সে এবং এমনভাবেই চুরির সামগ্রী গিলে নিয়েছে।