‘দিল্লির ঘটনা যাতে মানুষ মনে না রাখে তাই এখন করোনা করোনা বলে আসল ঘটনা ঘুরিয়ে দিতে চাইছে সরকার’
দিল্লির সহিংসতার রেশ এখনও কাটেনি। এরমধ্যেই ভারতে করোনাভাইরাস আতঙ্ক। দিল্লির ঘটনা থেকে দেশবাসীর নজর ঘোরাতেই কি করোনাভাইরাস নিয়ে এত হইচই করছে শাসক দল বিজেপি? এই প্রশ্নই উস্কে দিলেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক প্রতিবেদনে সেখবর জানালো দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার।
বুধবার (৪ মার্চ) মালদহের সুজাপুরের সভায় দিল্লি-সহিংসতার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি করে মমতা বলেন, “পুরো গুজরাটের মডেল। গুজরাটে যা করেছিলো তারই পুনরাবৃত্তি হয়েছে দিল্লিতে। এটা দাঙ্গা নয়, আমি মনে করি এটা একটা গণহত্যা। জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে। শিশুর সামনে তার বাবা, মা ভাই বোনকে কেড়ে নিয়েছে। আজও মানুষ জানে না, কতজন মারা গিয়েছে। সরকারিভাবে বলছে ৫০-৫৫ কিন্তু আমাদের কাছে খবর আছে, এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন।”
মঙ্গলবার থেকেই দেশে করোনা আতঙ্ক জাঁকিয়ে বসেছে। বুধবার তা আরও বেড়েছে। ইতালির একটি পর্যটক দলের ১৬জন-সহ মোট আক্রান্তের সংখ্যা ২৮। নরেন্দ্র মোদী, অমিত শাহেরা ঘোষণা করেছেন, হোলির উৎসবে যোগ দেবেন না। বিশেষজ্ঞরা জমায়েত-সমাবেশে যোগ দিতে নিষেধ করেছেন বলেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তবে মমতার অভিযোগ, পরিকল্পিতভাবেই করোনা নিয়ে এত ঢাক-ঢোল পেটানো হচ্ছে।
করোনার প্রসঙ্গে মমতার কটাক্ষ, “করোনা বেরিয়েছে সবে। বাংলায় কেউ আক্রান্ত হয়নি। কেউ আক্রান্ত হোক, আমরা চাইও না। কিন্তু দিল্লির ঘটনা যাতে মানুষ মনে না রাখে তাই এখন করোনা করোনা বলে আসল ঘটনা ঘুরিয়ে দিতে চাইছে। যাতে লোকে প্রশ্ন না করে, এত লোক কীভাবে মারা গেল।”